ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা  আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় পেলো নারীরা 

নারী বিশ্বকাপ বাছাই পর্বের আগের ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (১৪ জুলাই) বাছাই পর্বের শেষ ম্যাচেও আয়ারল্যান্ডকে ২৫ রানে হারায় সালমা খাতুনরা।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে  নেমে দারুণ শুরু করে বাংলাদেশ।

ওপেনার  শামিমা সুলতানা ও আয়শা রহমানের জুটিতে আগাতে থাকে বাংলাদেশ। তবে ব্যক্তিগত  ১৬ ও দলীয় ২৮ রানে শামিমার উইকেট হারায়  বাংলাদেশ।  
আয়শা কিছুক্ষণ উইকেটে টিকে থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাননি।  

ফারজানা হক ১৭, নিগার সুলতানা ৫, সানজিদা ইসলাম ০, রুমানা আহমেদ ১, ফাহিমা খাতুন ৫, জাহানারা আলম ১২, সালমা ৫, পান্না ঘোষ ০ ও নাহিদা আখতার ১ রানে আউট হয়ে ফেরেন।  
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আয়শা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২২ রান।  

জবাবে ব্যাটিংয়ে নেমে  নিয়মিত বিরতিতেই  উইকেট হারাতে থাকে আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন লিউয়িস। এছাড়া রিচার্ডসন করেন ২৩ রান। বাকি আর কেউই দশের ঘর পার হতে পারেননি।  

আয়ারল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন ও'রেইলি। বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন পান্না ঘোষ।       

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এমকেএম / এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।