ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‍্যাংকিংয়ে উন্নতি মাশরাফি-তামিম-সাকিবদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
র‍্যাংকিংয়ে উন্নতি মাশরাফি-তামিম-সাকিবদের সাকিব-তামিমের উন্নতি। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররাও উন্নতি করেছে ওয়ানডে র‍্যাংকিংয়ে। শনিবার তৃতীয় ও শেষ ম্যাচের জয়ে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতেছে মাশরাফিরা। আর রোববার সন্ধ্যায় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি তাদের ওয়ানডের দলীয় র‍্যাংকিং হালনাগাদ করে।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের উন্নতি হয়েছে। তিন ম্যাচে তিনি মোট ২৮৭ রান করে সিরিজের সেরা তামিম ইকবাল।

তিন ম্যাচে তার রান যথাক্রমে ১৩০ (অপরাজিত), ৫৪ ও ১০৩। দারুণ এই পারফরম্যান্সে ভর করেই ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে উঠেছেন এই ড্যাশিং ওপেনার। আইসিসির ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ উন্নতি করে ১৩তম অবস্থানে উঠে এসেছেন তিনি। তার বর্তমান পয়েন্ট ৭৩৭। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিমই আছেন সবার উপরে।

অলরাউন্ডার সাকিব আল হাসান ৯৭, ৫৬ ও ৩৭ রানের সুবাদে তিন ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় ২৬তম অবস্থানে উঠেছেন। মাত্র দুই উইকেট নেওয়ায় বোলারদের তালিকায় তার তিন ধাপ অবনতি হয়েছে। তবে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষস্থানে আছেন তিনি।

এই সিরিজে সেরা উইকেটশিকারি বোলার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন ‍মর্তুজা। তিনি মোট সাতটি উইকেট শিকার করেছেন। আট ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় তিনি নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে যৌথভাবে ১৯তম অবস্থানে আছেন।

অন্যদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ চার ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় ৩৮তম অবস্থানে উঠে এসেছেন। তার পয়েন্ট ৫৭৫। ওয়ানডে ক্যারিয়ারে মাহমুদউল্লাহ রিয়াদের এটিই সর্বোচ্চ পয়েন্ট।

অবনতি হয়েছে মুশফিকুর রহিমের। এক ধাপ নেমে তিনি এখন আছেন ২২তম অবস্থানে। এছাড়া দুই ধাপ উন্নতি করে ১৭তম অবস্থানে আছেন পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।