ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারের বৃত্তে থাকা পাকিস্তান বনাম আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, মে ২৬, ২০১৯
হারের বৃত্তে থাকা পাকিস্তান বনাম আত্মবিশ্বাসী বাংলাদেশ ফাইল ছবি

আর মাত্র চারদিন পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। চূড়ান্ত পর্বের আগে দলগুলো ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচে। রোববার বাংলাদেশও খেলবে প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।

হারের বৃত্তে থাকা পাকিস্তান এ ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাইবে অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একদিকে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসানদের ব্যাটে বইছে রানের বন্যা অন্যদিকে বোলাররাও কন্ডিশনের সঙ্গে দারুণভাবে নিজেদের মানিয়ে নিয়েছেন।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফর্ম বিবেচনায় পরাজয়ের ঘূ্র্ণাবর্তে থাকা পাকিস্তানকে হারানো খুব কঠিন হওয়ার কথা নয়।  

অন্যদিকে সবশেষ ১০ ওয়ানডেতে হেরেছে সরফরাজ বাহিনী। এমনকি শুক্রবার আফগানিস্তানের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ হেরেছে হাফিজ-মালিকরা। লম্বা সময় ধরেই হারের বৃত্তেই বন্দি তারা। তবে দলটিতে বাবর আজম, ইমাম উল হক, ফখর জামানদের মতো ক্রিকেটার থাকায় তাদের নিয়ে বিশেষ পরিকল্পনা করতেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

পাকিস্তান স্কোয়াড
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।