ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ১০, ২০১৯
স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শনিবার

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শনিবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

আয়োজকরা জানান, এদিন সকাল ১০টায় খেলা শুরু হবে আর পুরস্কার দেওয়া হবে বিকেল ৩টায়। মাঠে বসে সরাসরি খেলা দেখার সুযোগ রয়েছে দর্শকদের।

সেইসঙ্গে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে দর্শকরা পেতে পারেন ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলা দেখার সুযোগ।  

ক্যামব্রিয়ান স্পোর্টস ইনস্টিটিউটের তত্ত্বাবধানে গত ১৬ মার্চ শুরু হয় বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯। যেখানে ১৬টি গ্রুপে অংশ নেয় দেশের ৬৪টি দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন নিউজ ২৪।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ১০, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।