ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসরের আগে ভারতের বিপক্ষে টেস্ট খেলবেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
অবসরের আগে ভারতের বিপক্ষে টেস্ট খেলবেন গেইল ক্রিস গেইল: ছবি-সংগৃহীত

ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন ক্রিস গেইল। সেপ্টেম্বরে পা রাখবেন চল্লিশে। কথায় আছে, চল্লিশে চালশে। বয়সের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের গুঞ্জন চলছে গেইলকে নিয়ে। গত মাসে ২০১৯ বিশ্বকাপের পরপরই অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের পরে নয়, আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজে টেস্ট খেলার পর বিদায় নেবেন এই ‘ইউনিভার্সাল বস।’ 

বৃহস্পতিবার (২৭ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই মহারণের আগে বুধবার (২৬ জুন) ম্যানচেস্টারের রিপোর্টারদের গেইল তার এই সিদ্ধান্তের ব্যাপারে জানান।

 

বিশ্বকাপের পরপরই অবসরের কথা থাকলেও নিজের মন পরিবর্তন করেছেন বলে রিপোর্টারদের বলেন গেইল। বিশ্বকাপের পরে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলে নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান এই ‘জ্যামাইকান স্টর্ম। ’ 

তবে সিরিজে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার ইচ্ছে নেই উল্লেখ করেন গেইল। ক্যারিবিয়ান তারকা বলেন, ‘এটা (ক্যারিয়ার) এখনো শেষ হয়নি। আমার এখনো কিছু ম্যাচ খেলতে হবে। সম্ভবত আরেকটি সিরিজও। কে জানে, আমরা হয়তো এটা হতে দেখবো। ’
 
বিশ্বকাপের পরে অবসর নেবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গেইল বলেন, ‘বিশ্বকাপের পর আমার পরিকল্পনা? আমি সম্ভবত ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে পারি এবং নিশ্চিতভাবে আমি ভারতের বিপক্ষে ওয়ানডেতে খেলবো। তবে টি-টোয়েন্টি খেলবো না। বিশ্বকাপের পরে এটাই আমার পরিকল্পনা। ’ 

ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার পরে নিশ্চিত করেন যে, ভারতের বিপক্ষে সিরিজের পর জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না গেইল। পিটিআই নামক এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পুনার বলেন, ‘হ্যাঁ, ক্রিস (গেইল) তার শেষ সিরিজ খেলবে ভারতের বিপক্ষে। ’ 

ভারতের বিপক্ষ উইন্ডিজ তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে। ০৩ আগস্ট টি-টোয়েন্টি দিয়ে পর্দা ওঠবে দু’দলের এই সিরিজের। ওয়ানডে শুরু হবে ০৮ আগস্ট। টেস্ট চলবে ২২ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বব পযর্ন্ত।  

গেম চেঞ্চার ও টি-টোয়েন্টির রাজা হিসেবে পরিচিত গেইল তার ক্যারিয়ারে ক্যারিবিয়ানদের হয়ে ১০৩ টেস্টে ৪২.১৯ গড়ে রান করেছেন ৭২১৫। ১০৩৪৫ রান করেছেন ২৯৪ ওয়ানডেতে। ৫৮টি অান্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ১৬২৭ রান।  

বাংলাদেশ: ১৮৫৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।