পুনর্বাসন প্রক্রিয়ায় মাঠে ফিরেছেন সাইফউদ্দিন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা মিস করায় কিছুটা হাতাশ তিনি।
দ্বিতীয় দিনের মতো পুনর্বাসন প্রক্রিয়ার জিমন্যাশিয়ামে হালকা অনুশীলন করা এই অলরাউন্ডার দ্রুত মাঠে ফিতে মরিয়া। সাইফউদ্দিন বলেন, ‘মাত্র দুই দিন হলো রিহ্যাব শুরু করেছি। ডাক্তার ট্রেইনারদের পরামর্শ অনুযায়ী কাজ করছি। ঈদের আগ পর্যন্ত এখানে আছি। সময় লাগবে। ঈদের পরে এসে আবার শুরু করবো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে। আশা করি সেই সিরিজেই ফিরবো। ’
ইরনজুরির কারণে মাশরাফি-সাইফউদ্দিন নেই দলে। সাকিব-লিটন ছুটিতে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা সহজ হবে না। তবে যাওয়ার আগে এই সিরিজে ভালো করার ব্যাপারে অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম আশাবাদ ব্যক্ত করেছেন।
২৬ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
আরএআর/এমএমএস