ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে উইন্ডিজ দলে গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ভারতের বিপক্ষে উইন্ডিজ দলে গেইল ক্রিস গেইল-ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর ফের জাতীয় দলের জার্সিতে ফিরছেন ক্রিস গেইল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৪ জনের স্কোয়াডে গেইলের জায়গা হলেও বিশ্বকাপ স্কোয়াডের অনেকেই বাদ পড়েছেন। ইনজুরির কারণে নেই আন্দ্রে রাসেল। আর বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন ড্যারেন ব্র্যাভোসহ আরও কয়েকজন।

গত ফেব্রুয়ারিতে ২০১৯ বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন গেইল। কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টে ভারতের বিপক্ষে সিরিজটি খেলার আগ্রহের কথা জানান।

এর পেছনে হয়তো রেকর্ড গড়ার হাতছানি কাজ করেছে। কেননা আর মাত্র ২টি ম্যাচ খেললেই ৩০০ ওয়ানডে খেলার কীর্তিতে নাম লেখাবেন তিনি। আর মাত্র ১০ রান তাকে নিয়ে যাবে উইন্ডিজের শীর্ষ ওয়ানডে রান সংগ্রাহকের চূড়ায়। তিনি ছাড়িয়ে যাবেন কিংবদন্তি ব্রায়ান লারাকে (১০ হাজার ৩৪৮)।

চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪ ইনিংস ব্যাট করে ৪৩৪ রান করেছিলেন গেইল। কিন্তু এই ফর্ম তিনি বিশ্বকাপে টেনে নিতে ব্যর্থ হন। ৮ ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ২টি ফিফটি।

বিশ্বকাপে হাঁটুর ইনজুরির কারণে সাইডলাইনে বসে থাকা আন্দ্রে রাসেলেরও জায়গা হয়নি ওয়ানডে স্কোয়ায়ডে। তবে ভারতের বিপক্ষেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (ফ্লোরিডায় ৩ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ) দলে আছেন তিনি।

বিশ্বকাপে ৭ ইনিংসে মাত্র ৫৫ রান করা ড্যারেন ব্র্যাভোও জায়গা হারিয়েছেন। ১৪ জনের দলে জায়গা হয়নি ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিস, অফ-স্পিনার অ্যাশলে নার্স এবং ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলের।

গত মে’তে শাই হোপের সঙ্গে আইরিশদের বিপক্ষে ৩৬৫ রানের ওপেনিং জুটির বিশ্বরেকর্ড গড়ার পথে ১৭৯ রান করা জন ক্যাম্পবেল ফের ডাক পেয়েছেন। এছাড়া ডাক পেয়েছেন দুই অলরাউন্ডার রোস্টন চেজ ও কিমো পল।

৩ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে ম্যাচের সিরিজের জন্য ভারতকে আতিথ্য দেবে উইন্ডিজ। ৮ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরে ২৬ আগস্ট থেকে অ্যান্টিগায় মাঠে গড়াবে দুই টেস্ট সিরিজের প্রথমটি।

উইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যম্পবেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রোস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, শেলডন কোট্রেল, ওশানে টমাস, কেমার রোচ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।