ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড যাচ্ছে বিসিবি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
ইংল্যান্ড যাচ্ছে বিসিবি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল

ঢাকা: ১৬ সদস্যের বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল শুক্রবার (২ আগস্ট) ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট র্বোড (ইসিবি) আয়োজিত পাঁচ জাতি ফিজিক্যাল ডিজেবিলিটি ওয়ার্ল্ড সিরিজ-২০১৯ টুর্নামেন্টে অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছে। 

৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড দল অংশগ্রহণ করবে; এছাড়াও, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও দক্ষতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে।  

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এ দলটিকে টুর্নামেন্টে অংশগ্রহণে স্পনসর করছে।

আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই এ উদ্যোগের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত রয়েছে।

বৃহস্পতিবার (১আগস্ট) আইসিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্রুপম পত্রনবিশের নেতৃত্বে দলটির সঙ্গে ম্যানেজার হিসেবে আছেন মাসুদ হাসান এবং কোচ হিসেবে আছেন রাশেদ ইকবাল।

গত কয়েক মাস ধরে বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলটি বিকেএসপিতে নিয়মিত অনুশীলন করেছে। এছাড়াও খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিকরণে আইসিআরসির বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় বিসিবি শারীরিক প্রতিবন্ধী দল ও জাতীয় দলে খেলা ক্রিকেটারদের নিয়ে একটি ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ এ বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছিল।  

আইসিআরসি ও বিসিবির যৌথ আয়োজনের এ ম্যাচটি প্রতিবন্ধী ক্রিকেটারদের আত্মবিশ্বাসই শুধু বাড়াতে সাহায্য করেনি, পাশাপাশি সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এ যোগাযোগ, মিথস্ক্রিয়া ও অভিজ্ঞতা তাদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছে।

আইসিআরসি বাংলাদেশের হেড অফ ডেলেগেশন জেরার্ড পেত্রিনিয়েঁ বলেন, আইসিআরসি তার দীর্ঘদিনের সহযোগীদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলায় অংশগ্রহণের লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ, যেমন ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত পাঁচ জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনসহ খেলোয়াড়দের ইংল্যান্ড ও দুবাইতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। এ উদ্যোগের ফলে প্রতিবন্ধী ব্যাক্তিরাও সক্ষম ব্যক্তিদের মত সক্রিয় হয়ে খেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যতেও আইসিআরসি বিসিবি সহ অন্যান্য সহযোগীদের সাথে সম্মিলিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।

২০১৩ সাল থেকেই আইসিআরসি খেলাধুলায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ও প্রতিবন্ধীতাকে ছাপিয়ে এ মানুষগুলোর সক্ষমতাকে তুলে ধরতে আইসিআরসি কাজ করে আসছে।  

আইসিআরসি বিশ্বাস করে ক্রিকেটর সঙ্গে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সম্পৃক্ত হলে প্রতিবন্ধীতার সঙ্গে যে চিরায়ত কুসংস্কার ও বৈষম্য জড়িয়ে আছে তা কমবে। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং তাদের দক্ষতা ও সক্ষমতা বেশি গুরুত্ব পাবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল:
মো. রাসেল সরকার, মো. মনির হসেন, মোহাম্মদ কাজল হোসেন, মো. মনিরুজ্জামান, মো. আলম খান, মো. জাভেদ ভূইয়া, আকবর হোসেন, মো. ইমরান মাহফুজুর রহমান, এস এম শাহরিয়া শামীম (উইকেট কিপার), দ্রুপম পত্রনবিশ(অধিনায়ক), শরিফুল ইসলাম, অপূর্ব কুমাপ পাল,তানভিরুল ইসলাম, মো জাহিদ হাসান এবং মাহবুবুল আলম

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ১ আগস্ট, ২০১৯
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।