ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল ক্রিকেটারদের সংগঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
করোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয় (মাঝে)

করোনা ভাইরাসের বিপক্ষে লড়াই করার জন্য এগিয়ে এসেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মহামারির এই কঠিন সময়ে করোনায় ক্ষতিগ্রস্থ, অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য তহবিল গঠন করতে যাচ্ছে কোয়াব। বুধবার (এপ্রিল ০১) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোয়াব বিষয়টি নিশ্চিত করেছে।

কোয়াবের উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে সংগঠনটির সভাপতি নাঈমুর রহমান দুর্জয়কে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন কমিটিতে।

বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ দেশের সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগীদের সমন্বয়ে কমিটি গঠন করে মানুষের পাশে দাঁড়াবে কোয়াব। নিচের ব্যাংক একাউন্টে সহায়তার আহ্বান জানানো যাচ্ছে।

ব্যাংক অ্যাকাউন্ট
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’
ওয়ান ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা
হিসাব নম্বর: ০১৩০১০৫৪৬৯০০৪
সুইফট কোড: ONEBBDDH
RN no :১৬৫২৬১১৮৪

সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য উপদেষ্টা কমিটি ও আহ্বায়ক কমিটি নিন্মরূপ:
উপদেষ্টা কমিটি:
প্রধান উপদেষ্টা: নাজমুল হাসান পাপন এম.পি, সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উপদেষ্টা: তানভীর মাজহার তান্না, এনায়েত হোসেন সিরাজ ও সাজ্জাদুল আলম ববি।

আহ্বায়ক কমিটি:- 
আহ্বায়ক: নাঈমুর রহমান দুর্জয়, এম.পি।
যুগ্ম আহ্বায়ক: খালেদ মাহমুদ সুজন, তামিম ইকবাল, মুমিনুল হক।

সম্মানিত সদস্য বৃন্দঃ রকিবুল হাসান, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, ইফতেখার রহমান মিঠু, জিয়াউদ্দিন আহমেদ শোভন, জি এম ফয়সাল হোসেন রবিন, এ কে এম আহসান উল্লাহ হাসান, নাফিস ইকবাল, রাজিন সালেহ, তুষার ইমরান।

সদস্য সচিব: দেবব্রত পাল।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।