ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি বীরত্বে ধোনির চেন্নাইকে হারাল ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
কোহলি বীরত্বে ধোনির চেন্নাইকে হারাল ব্যাঙ্গালুরু

আইপিএলের ২৫তম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানে হারিয়েছেন বিরাট কোহলি।

এদিন ৯০ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যাঙ্গালুরুর জয়ের মুখ্য ভূমিকা রাখেন কোহলি।

শনিবার (১১ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি চেন্নাই।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাঙ্গালুরু বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৪২ করেন আম্বাতি রায়ডু। এছাড়া নারায়ান জগদিসানের ব্যাট থেকে ৩৩ রান আসে।

ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে ক্রিস মরিস ৩টি, ওয়াশিংটন সুন্দর ২টি ও ইসুরু উদানা-যুজভেন্দ্র চাহাল একটি করে উইকেট পান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কোহলির দারুণ ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। তিনে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করে ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ভারতীয় অধিনায়ক। তিনি ৫২ বলে ৪টি চার ও সমান ছক্কায় অপরাজিত থাকেন। এছাড়া দেবদূত পাদিক্কাল ৩৩ রান করেন।

চেন্নাই বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর দুটি এবং দিপক চাহার ও স্যাম কারান একটি করে উইকেট দখল করেন।

ম্যাচ সেরা হন বিরাট কোহলি।

৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে ব্যাঙ্গালুরু। তবে হেরে ছয়ে নেমে গেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।