ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জুন ৮, ২০২২
টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই যেন করল শ্রীলঙ্কা। আগের দিন ২৮ রানে ৯ উইকেট হারিয়েছিল তারা, এবার ২০ রানে হারাল ৫ উইকেট।

ফলাফলটাও হলো একই, অস্ট্রেলিয়ার জয়।  

তবে এবার বেশ ঘাম ঝরিয়েই জিততে হয়েছে সফরকারীদের। টানা দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি জিতে নিয়েছে অজিরা। এবার তাদের জয় এসেছে ৩ উইকেটে।  

টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানের ভেতরই ২ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ৬ বলে ৩ রান করে পাথুম নিশানকা ও ৪ বলে ৪ রান করে আউট হয়ে যান ধানুস্কা গুণাতিলাকা।  

এরপর চারিথ আশালঙ্কাকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন অধিনায়ক কুশল মেন্ডিস। ৩৩ বলে ৩৯ রান করে আশালাঙ্কা মেক্সওয়েলের বলে আউট হয়ে গেলে এ জুটি ভেঙে যায়। ৩৬ বলে ৩৬ রান করে আউট হন কুশল মেন্ডিসও।  

এরপরই ভেঙে পড়ে লঙ্কানদের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে তারা। অজিদের পক্ষে কেইন রিচার্ডসন ৪ ও ঝাই রিচার্ডসন নেন ৩ উইকেট।  

জবাব দিতে নেমে শুরুটা এদিনও ভালো হয়েছিল অস্ট্রেলিয়ার। ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৪ চারে ১৩ বলে ২৪ রান করে ফিঞ্চ ফিরলে এ জুটি ভাঙে। ১০ বলে ২১ রান করে রান আউটে কাটা পড়েন ওয়ার্নার।  

এরপর ১০০ রান করার আগেই ৭ উইকেট হারায় তারা। তবে ম্যাথু ওয়েডের ২৬ বলে ২৬ রানের ইনিংসে জিততে কোনো অসুবিধা হয়নি সফরকারীদের।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, জুন ৮, ২০২২
এমএইচবি/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।