ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

তিন নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা উইন্ডিজদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ৯, ২০২২
তিন নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা উইন্ডিজদের

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের সিরিজটিতে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে দেওয়া হয়েছে বিশ্রাম, অনিশ্চিত পেসার কেমার রোচও।

ফিটনেসের প্রমাণ দিতে পারলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

উইকেটরক্ষক ব্যাটার ডেভন টমাস, বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন। টমাস ও মোটি এরই মধ্যে ক্যারিবীয়দের হয়ে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি ফিলিপস।

মূল দলে সুযোগ না পেলেও রিজার্ভ হিসেবে আছেন শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজনারায়ন। বাবার মতোই উইকেটে থাকতে পছন্দ করেন তিনি। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের নজরে আসেন তেজনারায়ন।

আইপিএল খেলে আসায় বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম চেয়েছেন কেমার রোচ। তার আবেদন মঞ্জুর করেছে বোর্ড। টাইগারদের বিপক্ষে কোনো ফরম্যাটের দলেই থাকবেন না তিনি।  

শুক্রবার (১০ জুন) থেকে হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। অ্যান্টিগায় ১৬ জুন থেকে হবে সিরিজের প্রথম টেস্ট। পরে ২৪ জুন থেকে সেইন্ট লুসিয়ায় মাঠে গড়াবে পরের ম্যাচটি।  

প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।

ফিটনেস প্রমাণ সাপেক্ষে: কেমার রোচ।

রিজার্ভ: তেজেনারায়ন চন্দরপল, শারমন লুইস।

বাংলাদেশ সময় : ১৩৫০, জুন ৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।