ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের জয়ে সহজ হলো বাংলাদেশের সমীকরণ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
ভারতের জয়ে সহজ হলো বাংলাদেশের সমীকরণ ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: বাংলাদেশের সেমিফাইনালের অনিশ্চিয়তা পুরোপুরি কাটেনি এখনও। তবে পথ এখন অনেকটাই সহজ।

শেষ ম্যাচে এখন কেবল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই হবে টাইগ্রেসদের। কারণ ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে সেমিফাইনালে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা থাই মেয়েরা।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড। জবাব দিতে নেমে ৮৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। দলের পক্ষে ১৯ বলে সর্বোচ্চ ১২ রান করেন নান্নাপাত কোনচারোনঙ্কি। এছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রকম সমস্যাতেই পড়তে হয়নি ভারতকে। শুধু ১ চারে ৬ বলে ৮ রান করা শেফালি ভার্মার উইকেট হারায় তারা, তাকে আউট কেরেন বুচাথাম। ১৯ বলে ১৭ রান করে সাববেহানি মেঘনা ও ১২ বলে ১২ রান করে পূজা বস্ত্রাকর দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।