ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল অনুদান ...

চট্টগ্রাম: আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৩ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছে বন বিভাগ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে চেক বিতরণ করা হয়।

 

এসময় আনোয়ারার উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বাঁশখালীর জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

ইউএনও শেখ জোবায়ের আহমদ বাংলানিউজকে বলেন, বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুদান দিয়ে থাকি।

ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ২১ পরিবারের কাছে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।