ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তরকারি বিক্রেতাকে গুলি করে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
তরকারি বিক্রেতাকে গুলি করে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম: নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় ২০ বছর আগে তরকারি বিক্রেতা ইদ্রিসকে হত্যার মামলায় মোহাম্মদ শুক্কুর নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরেক আসামি আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ সেলিম মিয়ার আদালত এ আদেশ দেন। রায়ের সময় দুই আসামিই পলাতক ছিলেন।

 

আদালত সূত্র জানায়, নগরের পূর্ব মাদারবাড়ির মেথরপট্টি এলাকায় পূর্ববিরোধের জেরে ২০০২ সালের ১৮ জানুয়ারি তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ শহীদ বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। মামলায় আদালত ৬ জনের সাক্ষ্য নেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যার মামলায় মোহাম্মদ শুক্কুর নামে এক আসামিকে মৃত্যুদণ্ড ও আরেক আসামি আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad