ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করসেবার মানোন্নয়নে নিরলস কাজ করার প্রত্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
করসেবার মানোন্নয়নে নিরলস কাজ করার প্রত্যয়

চট্টগ্রাম: জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে করসেবার মানোন্নয়নে সবসময়ের মতো নিরলস কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত  করেছেন চট্টগ্রামের কর কর্মকর্তারা।  

বুধবার (৩০ নভেম্বর) নগরের আগ্রাবাদের সিডিএ আবাসিকের পেলিক্যাল মেহজাবিন ভবনে জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে তাঁরা এ প্রত্যয়ের কথা জানান।

 

ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর দিবসের উদ্বোধন করেন কর আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য মকবুল হোসেন পাইক।  

এ সময় উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চলের কমিশনার সফিনা জাহান, কর কমিশনার মো. ইকবাল বাহার, সামিয়া আখতার, শাহাদাৎ হোসেন শিকদার, ছাবিনা ইয়াছমিন, কর আইনজীবী সমিতির নেতারা।

 

মকবুল হোসেন পাইক বলেন, করদাতাদের সেবা দিতে আয়কর বিভাগ সচেষ্ট। কর কর্মকর্তারা কর সেবার মনোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।  

করদাতাবান্ধব পরিবেশে রিটার্ন দাখিল করতে পারায় করদাতারা সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানে।  

আয়কর রিটার্ন দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন সময় অনুযায়ী আয়কর দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।