ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই ভবনে জমে থাকা পানি, জরিমানা ৩০ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
দুই ভবনে জমে থাকা পানি, জরিমানা ৩০ হাজার ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ ও কাতালগঞ্জ আবাসিকের দুইটি নির্মাণাধীন ভবনে ডেঙ্গু রোগবাহী এডিস মশার প্রজনন উপযোগী জমে থাকা পানি পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

তিনি ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার অন্যতম উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় এডিস মশার বংশ বিস্তার ঠেকাতে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

 

অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।