ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ভোক্তা অধিকারের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
হাটহাজারীতে ভোক্তা অধিকারের অভিযান হাটহাজারীতে ভোক্তা অধিকারের অভিযান।

চট্টগ্রাম: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখায় বিসমিল্লাহ ফার্মাকে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির জন্য রাখায় একই এলাকার ফুলকলিকে ৫ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।

 

অভিযানে এপিবিএন -৯ এর একটি টিম সহযোগিতা করে।  

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাসরিন আক্তার।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।