ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু  ...

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ৭ জনের মৃত্যু হলো।

সোমবার (২৬ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।  

তারা হলেন- সাবরিনা সুলতানা (২১) ও আব্দুল গণি (৯০)।

দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ২১ ডিসেম্বর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যুর কথা জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে সাবরিনা সুলতানা চমেক হাসপাতালে ২২ ডিসেম্বর ভর্তি হন। চারদিন পর ২৬ ডিসেম্বর তিনি মারা যান। অন্যদিকে আব্দুল গণি ২৪ ডিসেম্বর ভর্তি হন চমেক হাসপাতালে। তিনিও সোমবার (২৬ ডিসেম্বর) মারা যান।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী ডেঙ্গু মোকাবিলার চেয়ে নিয়ন্ত্রণে জোর দেওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ, ১৩ জন নারী ও ১৩ জন শিশু।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।