ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন শেষ হচ্ছে আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন শেষ হচ্ছে আজ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আজ রাত পর্যন্ত কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। আর যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেননি, তারাও আবেদন ফি জমা দিয়ে নতুন করে আবেদন করতে পারবেন।

সোমবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত ১২টার পর থেকে কলেজে ভর্তির আবেদন শুরু হয়েছে।

সোমবার রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। পূর্বে যারা আবেদন করেছে এবং ফল পরিবর্তন হয়েছে তারা আবেদনের মাধ্যমে তাদের পছন্দক্রম পরিবর্তন বা নতুন করে কলেজ যোগ করতে পারবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। ৩১ ডিসেম্বর রাত ৮টায় প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, ১-৮ জানুয়ারি নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। ১৩ ও ১৪ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৮ ফেব্রুয়ারি। ১৯ ও ২০ জানুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ২২ থেকে ২৬ জানুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এরমধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। আর জিপিএ বেড়েছে ২৩৮ জন শিক্ষার্থীর।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।