ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৩৯তম সিন্ডিকেট সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৩৯তম সিন্ডিকেট সভা  ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩৯তম সিন্ডিকেট সভা উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।  

সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় মনোনীত প্রতিনিধি ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) বেলায়েত হোসেন তালুকদার।

 

উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মনোনীত সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এপ্লাইড কেমেস্ট্রি ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসনাইন আহমেদ আফরিন, ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার।  

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী, বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী এবং ২০২২-২০২৩ সালের বাজেটসহ অর্থ কমিটির সভার কার্যবিবরণী, বিভিন্ন বিভাগে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ বিষয়ক সিদ্ধান্তসমূহ ও ২০২৩ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়।

 

সভায় সিন্ডিকেট সদস্যরা প্রশাসনিক ও একাডেমিক বিষয়ক সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও ইউনিভার্সিটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।