ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অর্থনীতি সুরক্ষায় সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
অর্থনীতি সুরক্ষায় সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে

চট্টগ্রাম: করোনাসহ বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনীতি সুরক্ষায় সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচএম হাকিম আলী।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) হোটেলটির ৫৯তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

হোটেলের ইছামতি হলে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।  

পরিচালনা পর্ষদের প্রতিবেদনসহ ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব সভায় অনুমোদন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কোম্পানির শেয়ারহোল্ডাররা যোগ দেন এবং তাদের মতামত তুলে ধরেন।

কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর ইয়াসমিন সাবদার আলী পরিচালনা পর্ষদের প্রতিবেদন উপস্থাপন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় পরিচালক এবিএম সেলিম, ফরিদ আহমেদ, এএসএম আলী ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।