ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামে ২৯ হাজার ৩৯৯ শিক্ষার্থীর অংশগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামে ২৯ হাজার ৩৯৯ শিক্ষার্থীর অংশগ্রহণ ...

চট্টগ্রাম: ১৩ বছর পর পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। ইংরেজি ভার্সনে পরীক্ষা দিয়েছে ৩৩৩ জন।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ১৪টি ও ১৫ উপজেলার ২৭টিসহ মোট ৪১টি কেন্দ্রে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে সবশেষ বৃত্তি পরীক্ষা হয়েছিল ২০০৮ সালে।

২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) শুরু হলে বন্ধ হয়ে যায় বৃত্তি পরীক্ষা। পিএসসির ফলাফলের ওপর ভিত্তি করে তখন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। গত তিন বছর করোনার কারণে পিএসসি পরীক্ষা হয়নি।  

প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) ও চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. শহীদুল ইসলাম কোতোয়ালী থানাধীন গুলএজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডবলমুরিং থানাধীন লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালী থানাধীন সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, কোতোয়ালী থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন-উর রশিদ উপস্থিত ছিলেন।  

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. শহীদুল ইসলাম বলেন, দীর্ঘ ১৩ বছর পর আবারও শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দীর্ঘ বছর পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরাও আনন্দিত।  

তিনি জানান, বিভিন্ন উপজেলার কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট শিক্ষকরা বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বে ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।  

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বিদ্যালয়ে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাভিত্তিক সর্বোচ্চ ২০ শতাংশ শিক্ষার্থীকে মনোনীত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা,  ডিসেম্বর ৩০, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।