ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নগর ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
চট্টগ্রামে নগর ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার নগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলম

চট্টগ্রাম: নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে নগরের গোসাইলডাঙ্গা নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার সাইফুল আলম বন্দর থানার তিন নম্বর ফকিরহাট গোসাইলডাঙ্গা এলাকার মো. হারুনের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  

এদিকে, চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এক বিবৃতিতে নেতারা নগর ছাত্রদলের আহ্বায়কের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।