ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়া-লোহাগাড়ায় এম এ মোতালেব সিআইপির ইফতার সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
সাতকানিয়া-লোহাগাড়ায় এম এ মোতালেব সিআইপির ইফতার সামগ্রী বিতরণ  ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি’র ব্যক্তিগত অর্থায়নে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় ২৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  

শনিবার (২৫ মার্চ) সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ও চুনতি ইউনিয়নে বিতরণের মাধ্যমে এম এ মোতালেব সিআইপির পক্ষে এই কার্যক্রম উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু।

 

এ সময় উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

একইদিন দুপুরে সাতকানিয়া উপজেলার পৌরসভাধীন একটি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া পৌরসভার জনসাধারণের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ এনাম, মোহাম্মদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ সুমন, সেক্রেটারি নবাব মিয়া রকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়াজ, মোহাম্মদ এমরান, সাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর রমজান মাসে এম এ মোতালেব সিআইপি ব্যক্তিগত অর্থায়নে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলায় প্রায় বিশ হাজার রোজাদারকে ইফতার সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।