ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গৃহবধূ জেরিনকে যৌতুকের জন্য ‘হত্যা’ বলছেন স্বজনরা, বিচার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মে ৭, ২০২৩
গৃহবধূ জেরিনকে যৌতুকের জন্য ‘হত্যা’ বলছেন স্বজনরা, বিচার দাবি ...

চট্টগ্রাম: পটিয়ার কচুয়াই গৃহবধূ জেরিন আক্তারকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে উল্লেখ করে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন, হাসমত খাঁন আতিফ জয়নাল আবেদীন, রবিউল আলম, সুলভ বড়ুয়া, আশরাফ, মুহাম্মাদ মোর্শেদ, আন্জুমান আরা তানি, জেরিনের বাবা আমীর আলমদার।  

বক্তারা বলেন, শ্বশুর বাড়িতে জেরিন আক্তারকে গত ৩০ এপ্রিল শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে।

কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন এই হত্যাকান্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এ সময় জেরিন আক্তারের মৃত্যুর ঘটনায় তার স্বামী দিদারসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জেরিনের মা জেসমিন আক্তার বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করছে। ভবিষ্যতে যৌতুকের জন্য এমন ঘটনা যেন আর না হয়, তাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মে ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।