ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ার ৫ মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের সততা স্টোর চালু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
পটিয়ার ৫ মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের সততা স্টোর চালু  ....

চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক অনুদানে পটিয়ায় পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ে চালু হয়েছে সততা স্টোর।

 শনিবার (২৪ জুন) দুদকের সততা স্টোর শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

উদ্বোধন করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রামাকান্ত মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষানুরাগী খোরশেদ গণিসহ কয়েকটি স্কুলের শিক্ষার্থী।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা জাগ্রত করতে বিদ্যালয়ে ‘সততা স্টোর’ করার উদ্যোগ নেয় নিয়েছে দুদক। ‘সততা স্টোর’ এমন একটি দোকান যেখানে কোনো বিক্রেতা থাকবে না। ক্রেতা তার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে স্টোরের তালিকায় নির্ধারিত মূল্য বাক্সে রেখে দেবেন। ক্রেতা মূল্য পরিশোধ করলো কি করলো না এই ‘সততা স্টোরে’ দেখার কেউ নেই। প্রাত্যহিক জীবনে সততা শিক্ষার জন্য এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব তৈরি করছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।