ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৮৫০ টাকায় ফুল ডে ট্যুর সার্ভিস চালু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
৮৫০ টাকায় ফুল ডে ট্যুর সার্ভিস চালু শনিবার

চট্টগ্রাম: পর্যটকদের জন্য 'ফুল ডে ট্যুর সার্ভিস' চালু করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার (১ জুলাই) থেকে সপ্তাহে দুইদিন শুক্রবার ও শনিবার চলবে এ সার্ভিস।

এই ট্যুর সার্ভিসের মাধ্যেমে প্রাথমিকভাবে পর্যটকরা সীতাকুন্ড ইকোপার্ক (সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা), গুলিয়াখালী সমুদ্র সৈকত , মহামায়া লেক এবং ডিসি পার্কে ভ্রমণ করতে পারবেন।  

প্রাথমিকভাবে ৪টি মাইক্রোবাস নিয়ে এ সার্ভিস শুরু হচ্ছে বলে জানিয়েছেন জামশেদ আলম রানা বাংলানিউজকে জানান, মাত্র ৮৫০ টাকায় ফুল ডে ট্যুর প্যাকেজ চালু হচ্ছে।

এর মাধ্যমে দর্শনার্থীরা চট্টগ্রামের ৪টি দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন। এ সার্ভিসটি সপ্তাহে দুই দিন চলবে। মাইক্রোবাসগুলো নগরের স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে থেকে ছাড়বে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বাংলানিউজকে বলেন,  ১ জুলাই (শনিবার) থেকে চট্টগ্রামে হাফ ডে ও পুল ডে ট্যুর সার্ভিস চালু করতে যাচ্ছি। এ কার্যক্রম আমরা হাতে নিয়েছি সেবার জন্য, ব্যবসার জন্য নয়। পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন বন্ধপরিকর।

এর আগে গত ১০ জুন থেকে নিউ-মার্কেট হতে পতেঙ্গা পর্যন্ত পর্যটকদের জন্য ডাবল ডেকার একটি বাস সার্ভিস চালু করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।