ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
সাতকানিয়ায় নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: সাতকানিয়া নিখোঁজ থাকার তিনদিন পর সাঙ্গু নদী থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মো. মুন্সি মিয়া (৭২) নামের ওই বৃদ্ধ সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়ার বাঁচা বলির বাড়ি এলাকার বাসিন্দা।

রোববার (২ জুলাই) সন্ধ্যায় চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সোমবার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মো. মুন্সি মিয়া গত বৃহস্পতিবার ঈদুল আজহার দিন দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। রোববার বিকেলে সাঙ্গু নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সন্ধ্যা সাতটার দিকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।