ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় প্রতিশ্রুত পণ্য না দেওয়ায় কারখানাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
লোহাগাড়ায় প্রতিশ্রুত পণ্য না দেওয়ায় কারখানাকে জরিমানা ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় লাইসেন্সবিহীন কারখানা পরিচালনা ও প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার(৭  জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকার ফাইসন ফুড ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিচালিত হয়। এসময় অপরাধ স্বীকার করায় কারখানা মালিক মো. ওসমান গণি (৩৫) ৫০ হাজার জরিমানা করা হয়।
 

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান বাংলানিউজকে বলেন, প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করার দায়ে  এই জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

ভোক্তাদের অধিকার সংরক্ষণে পণ্য উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্য বিধি মোতাবেক পণ্য প্রক্রিয়াজাতকরণে ও  নিরাপদ খাদ্য উৎপাদন করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

অভিযানে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।