ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের বৃক্ষরোপণ কর্মসূচি ...

চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।  

সম্প্রতি চট্টগ্রামের এজে চৌধুরী ডিগ্রি কলেজে এ কর্মসূচি পালন করা হয়।

ক্লাব সভাপতি রোটারিয়ান সাদমান সাঈকা সেফার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এসএম মুহিবুর রহমান, সেক্রেটারি রোটারিয়ান শামীম রেজা, সদস্য রোটারিয়ান রুম্মান আহমেদ, সদস্য রোটারিয়ান আলি নূর মিল্টন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে প্রতি বছরের  ন্যায় এ বছরও রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

এ রোটাবর্ষের উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। এই কর্মসূচির মাধ্যমে ক্লাবের লক্ষ্য ছিল অন্যদের এমন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করা। সবুজ পৃথিবী বাস্তবায়নে একটি সুশৃঙ্খল প্রতিক্রিয়া তৈরি করা যা আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর বাসভূমি প্রণয়নে অবদান রাখবে।  

শেষে ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভীর উপস্থিতিতে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।