ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু  

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল্লাহ আতাহার আহমেদ নামে ২ বছর বয়সী এক শিশু ও মরিয়াম বেগম নামে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন।


 
শনিবার (১৯ আগস্ট) এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।  
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল্লাহ আতাহার আহমেদকে গত ২৮ জুলাই নগরের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৭ আগস্ট তার মৃত্যু হয়।

অন্যদিকে মরিয়ম বেগম গত ১০ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে তিনি মারা যান।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন।  

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।