ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হস্তান্তর হলো র‍্যাংকন প্রপার্টিসের প্রকল্প ‘কাসা ক্রাউন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
হস্তান্তর হলো র‍্যাংকন প্রপার্টিসের প্রকল্প ‘কাসা ক্রাউন’

চট্টগ্রাম: র‍্যাংকন এফসি প্রপার্টিজের পরিবেশ বান্ধব প্রকল্প ‘কাসা ক্রাউন’ হস্তান্তর করেছে।  

সম্প্রতি এ উপলক্ষে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত তাদের প্রকল্প প্রাঙ্গণে ওয়েলকাম মিট অনুষ্ঠানের আয়োজন করে আবাসন খাতের এ প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন এবং ভূমি মালিক হামিদা নাসরিন চৌধুরী অন্যান্য অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রকল্পের হস্তান্তর প্রক্রিয়া উদযাপন করেন।  

প্রকল্পের ভূমি মালিক তার বক্তব্যে বলেন, আমি এই প্রকল্পের একজন অংশীদার হিসেবে গর্বিত এবং আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে।

 

প্রতিষ্ঠানের সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, কাসা ক্রাউনসহ অনেক প্রকল্প এ বছর হস্তান্তর হবে। ডেভলপার হিসাবে গ্রাহক এবং ভূমি মালিকদের যে আস্থা এবং বিশ্বাস র‍্যাংকন তৈরি করেছে তা নতুন উচ্চতায় নিয়ে যেতে পরিবেশ বান্ধব গ্রীন আবাসন তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে তাদের টিম।

প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী সকলের প্রতি ধন্যবাদ জানান এবং আগামীতে নতুন নতুন প্রকল্পে চমক প্রদ সুবিধা নিয়ে র‍্যাংকন হাজির হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।  
এসময় অন্যান্যদের মধ্যে জিএম কন্সট্রাকশন বিশ্বজিৎ চৌধুরী, হেড অব সেলস রায়হান ইসলাম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।