ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেশি দামে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
বেশি দামে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

চট্টগ্রাম: দ্রব্য মূল্যের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এ সময় নির্দিষ্ট দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার(২৪ আগস্ট) দুপুরের দিকে নগরের চক বাজারের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, দ্রব্য মূল্যের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে নগরের চকবাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বেশি দামে পণ্য বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে সর্তক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।