ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সহস্রধারা ঝরনায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
সহস্রধারা ঝরনায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার সোহানুর রহমান

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সহস্রধারা ঝরনায় বেড়াতে এসে নিখোঁজ সোহানুর রহমান নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ।  

সোমবার (২৮ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে তিনি নিখোঁজ হন।  

সোহানুর রহমান, নড়াইল জেলার লোহগড়া থানার লক্ষীপাশা এলাকার মুন্সী আবুল হাশেমের ছেলে।

তিনি ঢাকায় নিকুঞ্জ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বাংলানিউজকে বলেন, ঢাকার নিকুঞ্জ থেকে তিন বন্ধু একসঙ্গে সহস্রধারা ঝরনায় বেড়াতে এসেছিলেন। ঝরনা এলাকায় স্পিডবোট নিয়ে তারা ঘুরছিলেন, হঠাৎ স্পিডবোট থেকে রিয়াদ নামে এক বন্ধু লাফ দিলে সঙ্গে সঙ্গে সোহানুর রহমানও লাফ দেন। পরে রিয়াদ স্পিডবোটে উঠতে পারলেও সোহানুর রহমান পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকেও একটি ডুবুরি টিম এসে তল্লাশি কাজ শুরু করে। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।