ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট পরিবহন খাত: মেয়র রেজাউল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট পরিবহন খাত: মেয়র রেজাউল

চট্টগ্রাম: স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পরিবহন খাত প্রয়োজন বলে মন্তব্য করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।  

রোববার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের উদ্যোগে সংগঠনটির সাবেক মহাসচিব গোলাম রসুল বাবুলের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করছেন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকেও প্রধানমন্ত্রীর ভিশনের সঙ্গে সাজাতে পুরো নগরের যোগাযোগ ব্যবস্থা সমন্বিতভাবে উন্নত করা হচ্ছে।

 

সভায় উপস্থিত ছিলেন হাজি মো. ইউনুছ, নুরুল ইসলাম, জাফর উদ্দিন, জাফর আহমদ, হাবিবুর রহমান, মো. মহিউদ্দিন, তরুণ দাশগুপ্ত, আব্দুল মান্নান, ছিদ্দিকুর রহমান, মো. মুছা, বদরুল হুদা, মোহাম্মদ ইউছুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।