ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ বার্থডে কেক, চকলেট রাখায় জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
মেয়াদোত্তীর্ণ বার্থডে কেক, চকলেট রাখায় জরিমানা 

চট্টগ্রাম: মেয়াদোত্তীর্ণ বার্থডে কেক, চকলেট বিক্রির জন্য রাখায় নগরের নতুন ব্রিজ এলাকার দোহা ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মূল্য তালিকা প্রদর্শন না করায় খাতুনগঞ্জের  একতা ট্রেডার্সকে ২ হাজার টাকা, চাক্তাইয়ের জগন্নাথ বাণিজ্যালয়কে ১ হাজার টাকা ও নতুন ব্রিজ এলাকার দোহা ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।