ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু ...

চট্টগ্রাম: নগরীর দামপাড়া পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই কনস্টেবলের নাম জাহিদুল ইসলাম, ব্যাচ নম্বর ৬৮১৬। তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাসিন্দা এবং সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায়  কর্মরত ছিলেন।

২০২০ সালের ৫ মার্চ জাহিদুল ইসলাম পুলিশ বিভাগে যোগ দেন বলে জানা গেছে।  

সিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বাংলানিউজকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে- অসতর্কতাবশত ভোরে হিলটপ ব্যারাক হাউজের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে কনস্টেবল জাহিদুল ইসলামের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।  মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩ 
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।