ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
সাতকানিয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা  ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় মূল্য তালিকা না থাকা, ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রি এবং লাইসেন্সবিহীন করাতকল চালানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলার মরফলা ও মক্তিয়ারকুম এলাকায় ও অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মেসার্স আরমান স্টোরের মালিককে ২ হাজার টাকা, মৌলভী ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের আওতায় মক্তিয়ারকুম এলাকার হাসান করাতকলের মালিককে ৫ হাজার টাকাসহ ৩টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, নানা অপরাধে সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।