ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি 

চট্টগ্রাম: সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় স্নাতক তৃতীয় বর্ষের খুরশীদ বিন সোহাদ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।  

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বাংলানিউজকে বলেন, আজ (বুধবার) একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছিল।

শেষের দিকে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে আমরা এসে বিষয়টি সমাধান করে দিয়েছি। এ ঘটনায় একজন আহত রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বাংলানিউজকে বলেন, মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।