ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাড়িতে বিস্ফোরণে দগ্ধ চিকিৎসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
গাড়িতে বিস্ফোরণে দগ্ধ চিকিৎসক

চট্টগ্রাম: বাঁশখালীতে গাড়ি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মঈন উদ্দিন মাহমুদ।

বুধবার (৪ অক্টোবর) সকালে নিজের প্রাইভেট কারে কর্মস্থলে যাওয়ার পথে বাঁশখালী উপজেলার পালেগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ চিকিৎসক মঈন উদ্দিন মাহমুদ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) পদে নিযুক্ত আছেন।

জানা গেছে, গাড়িতে হঠাৎ বিস্ফোরণ হলে আগুন লেগে যায়।

এতে মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে আইসিইউতে পাঠানো হয়। হাসপাতালে  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বাংলানিউজকে বলেন, সহকর্মী চিকিৎসক ডা. মঈন উদ্দিনকে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে আছেন। তার শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। তবে শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।