ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আসাদ চৌধুরী কবিতার ইতিহাসে বেঁচে থাকবেন: সুবোধ সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
আসাদ চৌধুরী কবিতার ইতিহাসে বেঁচে থাকবেন: সুবোধ সরকার


চট্টগ্রাম: কবি সুবোধ সরকার বলেছেন, কবির মৃত্যু নেই। আসাদ চৌধুরী বাংলা কবিতার ইতিহাসে বেঁচে থাকবেন তাঁর অসাধারণ সব সৃষ্টিকর্মের জন্য।

 

তিনি বলেন, কবিতার শক্তি অসাধারণ। কবিতাই আমাদের সব বাধা অতিক্রম করে এগিয়ে নিতে পারে।

এপার ওপারের যে কাঁটাতারের বেড়া তা ডিঙ্গিয়ে কবিতার মাঝেই সব মিলেমিশে একাকার হয়েছে।

বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের তিন দিনব্যাপী কবিতা উৎসব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

সপ্তমবারের এ আয়োজন উৎসর্গ করা হয়েছে শহীদজায়া পান্না কায়সারের স্মৃতির প্রতি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় উদ্বোধন পর্বে তারুণ্যের উচ্ছ্বাসের সদস্যরা 'একটি কবিতার জন্যে' বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।  

সংগঠন সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়। অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইস্পাহানী টি লিমিটেডের উইং ম্যানেজার নূর নবী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সংস্কৃতিজন ডা. আলী আজগর চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি প্রবীর মহাজন।  

শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা দেওয়া হয় সিলেটের মনিপুরী থিয়েটারের আবৃত্তি ও অভিনয়শিল্পী জ্যোতি সিনহাকে। অতিথিরা জ্যোতি সিনহার হাতে পদক, প্রণোদনার অর্থমূল্য, বই তুলে দেন। এ পর্বে শান্তনু বিশ্বাসের স্মৃতিচারণ করেন কবি কামরুল হাসান বাদল এবং নাট্যজন শুভ্রা বিশ্বাস।  

প্রথমদিনের আয়োজনে কবিতার গান পরিবেশন করেন আল তুষি। আবৃত্তি করেন কলকাতার সৌমিত্র ঘোষ, ঢাকার দেওয়ান সাইদুল হাসান, শাহাদাত হোসেন নিপু। কবিতাপাঠ করেন কবি স্বপন দত্ত, ফাউজুল কবির, সাথী দাশ, আশীষ সেন, কমলেশ দাশগুপ্ত, অভীক ওসমান, রিজোয়ান মাহমুদ, সাজিদুল হক, হাফিজ রশিদ খান, খালেদ হামিদী, মোহাম্মদ আমানুল্লাহ, বিজন মজুমদার, পুলক পাল, শাহীন মাহমুদ, অনুপমা অপরাজিতা, নিশাত হাসিনা শিরিন, মনজুর কাদের, আলী প্রয়াস ও আজিজ কাজল।  

আবৃত্তি করেন শুভ্রা বিশ্বাস, রেখা নাজনীন, মশরুর হোসেন, জলি চৌধুরী, শিমুল নন্দী বনকুসুম বড়ুয়া, জাভেদ হোসেন, মো. সেলিম ভূঁইয়া, সুপ্রিয়া চৌধুরী, জেবুন নাহার শারমিন, এএসএম এরফান, ইকবাল হোসেন জুয়েল, অনির্বাণ চৌধুরী শাহাদাত হোসেন, শামীমা ইয়াছমিন, উম্মে সিং মারমা, আব্দুল্লাহ ফারুক, রবি ঐশী পাল, অনন্যা চৌধুরী, উম্মে সালমা নিঝুম, ফাইরুজ নাওয়াল দুর্দানা ও অথৈ রহমান।  

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টায় রয়েছে শিশু প্রহর৷ এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। শিশু প্রহরে চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের ১৪টি সংগঠনের প্রায় তিন শতাধিক শিশুশিল্পী একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করবে। এ পর্বে আরো থাকছে ছড়াকারের কণ্ঠে ছড়াপাঠ৷ বিকেল ৩টায় রয়েছে ঢোলবাদন। এরপর অনুষ্ঠিত হবে জনপ্রিয় কবি সুবোধ সরকারের কবিতা নিয়ে পর্ব 'মুখোমুখি সুবোধ সরকার'। সন্ধ্যায় আবৃত্তি করবেন দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা। কবিতা শোনাবেন কবিরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।