ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন।  

রোববার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৃদুল নাথ (৫৮) ও আবদুল্লাহ (৩৫)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে বলেন, ইউনিক পরিবহনের একটি বাস প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ব্যাটারিচালিত আরেকটি রিকশাকে ধাক্কা দেয়।

এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দু'জন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মধ্যে একজন পথচারী এবং আরেকজন ব্যাটারিচালিত রিকশার যাত্রী।  

তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত বাস চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটিকে থানা হেফাজতে রয়েছে। মরদেহ দুইটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।