ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৯

চট্টগ্রাম: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়া দাশ (২৬) নামে এক নারী মারা গেছেন। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৯ জন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া জয়া দাশ বাঁশখালী উপজেলার বাসিন্দা।

তিনি বৃহস্পতিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি হন। ওই দিনই তিনি মারা যান।

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে ৮০ জন মারা গেলেন। এর মধ্যে চলতি অক্টোবর মাসে মারা গেছেন ৬ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। ডেঙ্গুতে এ মাসে শনাক্ত হয়েছে ৪৪৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১ জন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।