ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ রক্ষার: নুরুল আলম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ রক্ষার: নুরুল আলম

চট্টগ্রাম: সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম বলেছেন, ১৯৭১ সালে একটি সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিজয়ের ৫ দশক পরেও বাঙালির স্বাধীনতা ও জাতিসত্তার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। নানা অজুহাতে যুদ্ধাপরাধীদের বিচার যারা ঠেকিয়ে দিতে চেয়েছিল তারা আজ আবার তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে প্রকারান্তরে বাংলাদেশের সমৃদ্ধি ও অদম্য এগিয়ে চলাকে থামিয়ে  দিতে চায়।

 

সব দেশ-বিদেশি অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে মাহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমির অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে স্বাধীনতাবিরোধী অপশক্তির ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা নস্যাৎ করে দিতে নতুন প্রজন্মসহ দেশপ্রেমিক জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের আরাধ্য বাংলাদেশ গড়ার চলমান প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

 

শনিবার ( ১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ '৭১ এর সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সংগঠনের চট্টগ্রাম নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।  

সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, নগর সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, সাইফুন নাহার খুশি, সেলিম রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা, রফিকুল ইসলাম, লেয়াকত হোসেন, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ, মঈনুল আলম খান, নাজিম উদ্দিন, পঙ্কজ রায়, আবুল কাশেম, মোজাম্মেল মানিক, রেজাউল করিম বাবলু, রাজীব চন্দ, দীপন দাশ, মোস্তাফিজ বিপ্লব, নাসির আলী খান পান্না, আব্দুর রহিম, নয়ন মজুমদার, শাহাদাত টিপু, শিলা চৌধুরী, কোহিনুর আক্তার মুন্নি, পারভীন আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।