ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুদক কর্মকর্তা পরিচয়ে সিভিল সার্জনের কাছে চাঁদা দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
দুদক কর্মকর্তা পরিচয়ে সিভিল সার্জনের কাছে চাঁদা দাবি  ডা. মো. ইলিয়াছ চৌধুরী

চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে  চট্টগ্রাম জেলার সিভিল সার্জনের কাছে চাঁদা দাবি অভিযোগ উঠেছে।  

সোমবার (১৬ অক্টোবর) দুপুর চাঁদা দাবির ঘটনার পর এ নিয়ে সিভিল সার্জনের পক্ষে স্থানীয় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ডা. মো. নুরুল হায়দার।

জানা গেছে, ০১৮৫৬৯৩৯১৯৪ নম্বর থেকে সিভিল সার্জনের মোবাইল নম্বরে ফোন আসে। ফোনে তিনি নিজেকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পরিচয় দেন এবং চট্টগ্রাম নগরে অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টারে লাইসেন্স পাইয়ে দেওয়ার অপরাধে সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেন।

তবে ৪০ হাজার টাকা দিলে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথাও বলেন তিনি। টাকা পাঠাতে ০১৭৬৬১১০৮৬৬ নম্বরের একটি বিকাশ একাউন্টও পাঠান সিভিল সার্জনের কাছে।  

জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, সিরাজুল ইসলাম নামে দুদকের এসআই পরিচয়ে ফোন করে এক ব্যক্তি চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে মামলারও হুমকি দেন তিনি। কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।