ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে কাঁচাবাজার উচ্ছেদ, ১১ জনকে জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
সড়কে কাঁচাবাজার উচ্ছেদ, ১১ জনকে জরিমানা 

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী ও চকবাজার থানার সিরাজ-উদ-দৌল্লা সড়ক, আন্দরকিল্লা, রহমতগঞ্জ ও চন্দনপুরা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌসী এ অভিযানে নেতৃত্ব দেন।   

এ সময় রাস্তায় দোকানের অংশ বর্ধিত করা, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণসামগ্রী রাস্তায় রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ জনকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কোতোয়ালী ও চকবাজার থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।