ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখল হওয়া সরকারি জায়গা পুনরুদ্ধার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানসহ দাফতরিক সকল কাজ দক্ষতার সঙ্গে পালন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।  

সেইসঙ্গে উপজেলার তৃণমূল শিক্ষার্থীদের মানোন্নয়নেও নিয়মিত কাজ করছেন তিনি।

ক্লাস নিয়েছেন উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। এই অনন্য অবদানের জন্য চট্টগ্রাম বিভাগের ১০৪টি উপজেলার মধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি।
 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লোহাগাড়া উপজেলায় ২০২২ সালের ১২ মে ইউএনও হিসেবে যোগদান করেন শরীফ উল্যাহ। এরপর থেকে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার প্রসার ও মানোন্নয়নে দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

ইংরেজি শব্দকোষ মজবুত করতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর ব্যতিক্রমী উদ্যোগ ‘এভরিডে থ্রি ওয়ার্ড’ ও ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ চালু করেন। সেখানে সঠিক উত্তরদাতা বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন উইনার্স ব্যাগ। এসব কার্যক্রমের মাধ্যমে মফস্বলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে তাঁকে মনোনীত করা হয়।

এর আগে ২৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন শরীফ উল্যাহ।

তিনি বাংলানিউজকে বলেন, লোহাগাড়ায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। সকলের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি মাত্র। এই পুরস্কার আমাকে কাজের ব্যাপারে আরও দায়িত্বশীল করবে।

তিনি আরও বলেন, লোহাগাড়া উপজেলায় শিক্ষার মানোন্নয়নে শুরু থেকেই আমি কিছু পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।