ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁও সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
চান্দগাঁও সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

শনিবার (২১ অক্টোবর) সকালে মণ্ডপ পরিদর্শনে এলে তাঁকে স্বাগত জানান সাধুরপাড়া পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী আশিস কুমার নাথ।

মণ্ডপ পরিদর্শনকালে পূজার্থীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, আপনাদের শঙ্কা করার কারণ নেই। তবে বিভিন্ন সময়ে যেহেতু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।

মণ্ডপকেন্দ্রিক একটি করে ‘সম্প্রীতি কমিটি’ করা হয়েছে, যেখানে গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সমন্বিত প্রয়াসে এ উৎসব শেষ করা যাবে।
 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মাহতাবউদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোখলেছুর রহমান,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।