ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে লরির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
মীরসরাইয়ে লরির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত ...

চট্টগ্রাম: মীরসরাই উপজেলার ছোটকমলদহ ডাকঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।  

সে উপজেলার হযরত শাহসূফী মাওলানা নুর আহমদ (রহ.) দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী এবং ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর মেয়ে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভাঙ্গারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় ওই মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। লরি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।